অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে ১৬ জন প্রাণ হারিয়েছে


A couple wears masks as a precaution against the Middle East Respiratory Syndrome (MERS) virus as they walk in Myeongdong, one of Seoul's main shopping districts, June 15, 2015.
A couple wears masks as a precaution against the Middle East Respiratory Syndrome (MERS) virus as they walk in Myeongdong, one of Seoul's main shopping districts, June 15, 2015.

সোমবার দক্ষিণ কোরিয়া, মিডল্ইস্ট রেসপিরেটরী সিন্ড্রম (মার্স) ভাইরাসে ১৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ৫ ব্যক্তি সংক্রামিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এই রোগের শিকার হয়েছে যারা সেই সংখ্যা দাড়ালো সর্বমোট ১৫০।

এই রোগের আতংকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের অন্যতম প্রধান হাসপাতালের কাজকর্ম আংশিক স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মার্স থেকে নিরাপদ থাকতে দেশের সর্বত্র নেয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যাবস্থা।

XS
SM
MD
LG