অ্যাকসেসিবিলিটি লিংক

শেয়ার বাজারে সঙ্কট বিষয়ে ড: এহেসান রহমানের মূল্যায়ন


Prière musulmane à Palerme, en Italie
Prière musulmane à Palerme, en Italie

ক্রেডিট রেটিং এজেন্সি স্ট্যানডার্ড অ্যান্ড পুওরস, যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং, ট্রিপেল এ থেকে ডাবল এ প্লাস করে দেওয়ার পর, যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারগুলোতে ধস নামে।

এ সম্পর্কে আমরা অর্থনৈতিক বিশ্লষক ড: এহেসান রহমানকে প্রশ্ন করি।

শেয়ার বাজারে সঙ্কট বিষয়ে ড: এহেসান রহমানের মূল্যায়ন
শেয়ার বাজারে সঙ্কট বিষয়ে ড: এহেসান রহমানের মূল্যায়ন

ড: এহেসান রহমান একজন অর্থনীতিবিদ। তিনি যুক্তরাষ্ট্রের একটি সরকারি অর্থনীতি সংক্রান্ত সংগঠনে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

ড: রহমান বলেন এমন সময় এই ক্রেডিট রেটিং কমানো হয় যখন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য অর্থনীতিতে মন্দার আশংকা দখা দেয়। সে কারণেই লোকজন আতঙ্কিত হয়ে যায় এবং শেয়ার বাজারগুলোতে ধস নামে।

ড: রহমান আরও বলেন তবে আজ মঙ্গলবার শেয়ার বাজারগুলোতে মূল্য বৃদ্ধি পায়।

ড: এহেসান রহমানের সাক্ষাত্কার নেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG