অ্যাকসেসিবিলিটি লিংক

সংকট নিরসনে প্রয়োজন আলোচনার : ডঃ আহতেশাম চৌধুরী


সংকট নিরসনে প্রয়োজন আলোচনার : ডঃ আহতেশাম চৌধুরী
সংকট নিরসনে প্রয়োজন আলোচনার : ডঃ আহতেশাম চৌধুরী

দু হাজার একের নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলা গোটা দুনিয়ার প্রেক্ষাপটই যেন পাল্টিয়ে দিয়েছে – দুনিয়া জুড়ে আজ সন্ত্রাসের হিংস্র নখর মুখিয়ে রয়েছে দিকে দিকে – এর কি পরিণতি দাঁড়াবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে , আমরা কি , তাদের জন্যে রেখে যেতে পারবো একটা নিরাপদতরো-শান্তিময় বিশ্ব ? এ নিয়ে কথা বলছিলেন ভার্জিনিয়ার রাজনৈতিক বিশ্লেষক-ভাষ্যকার , ফুলব্রাইট স্কলার ডক্টর আহতেশাম চৌধুরীর ।

ডক্টর চৌধুরী বলেন বর্তমান নবীন প্রজন্মের জন্যে এবং আগামি প্রজন্মের জন্যে আমাদের এ বিশ্বকে শান্তিময় , আরও নিরাপদ করে তোলার প্রয়োজন রয়েছে। তবে , তিনি মনে করেন , এর জন্যে সংকট নিরসনে আমাদেরকে আলোচনার মধ্যে দিয়ে , সমঝোতার ভিত্তিতে এগুতে হবে। সন্ত্রাস কোন লক্ষ অর্জনে কোনো মাধ্যম হতে পারে না বা কারো নীতি পরিবর্তনে সন্ত্রাসী পন্থা গ্রহণ করে তাকে বাধ্য করানোও সম্ভব নয় ব’লে তিনি মনে করেন । ড আহতাশাম চৌধুরী অবশ্য আশাবাদী সন্ত্রাসমুক্ত বিশ্ব সম্পর্কে কারণ স্পষ্টতই এখন বিশ্বজুড়ে মানুষ উপলব্ধি করছে গণতন্ত্রের প্রয়োজনীয়তা।

XS
SM
MD
LG