হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজার সোমবার রাতে মারা গেছেন । তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর
১৬ই আগস্ট ১৯৬৫ সাল – ফ্রেজার বেশ কয়েক বছর অপেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে লড়বার পর, তার প্রথম পেশাদার সাফল্য অর্জন করেন উডি গ্রসকে নক আউটে ধরাশায়ী করে ।
১০৯৭০ সালের ১৬ই ফেব্রুয়ারী ছিল আর এক স্মরণীয় দিন প্রথম বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেন জিমি এলিসকে ৫ রাউণ্ডে নক আউট করে ।
আর ১৯৭১ সালের ৮ই মার্চ নিউইয়র্কের ম্যাডিসান স্কোয়ার গার্ডেনে ১৫ রাউণ্ডের হেভিওয়েট পাল্লা । জো ফ্রেজারের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী । এবং ফ্রেজার ১৫ রাউণ্ডের মুষ্টিযুদ্ধে প্রথমবার আলীকে পরাজিত করলেন ।
২২শে জানুয়ারী ১৯৭৩ সাল ফ্রেজার পরাজিত হলেন জর্জ ফোরম্যানের হাতে হারালেন তার হেভিওয়েট শিরোপা ।
আর ১৯৭৪ সালের ২৮শে জানুয়ারী ম্যাডিসান স্কোয়ার গার্ডেনেই মোহাম্মদ আলীর মুখোমুখি হলেন আবার এবং ১২ রাউণ্ডের মুষ্টিযুদ্ধে আলী তাকে হারিয়ে দিলেন ।
সবশেষ আলীর সঙ্গে পাল্লা ১৯৭৫ সালের ১লা অক্টোবর ‘থ্রিলা ম্যানিলা’ ১৪ রাউণ্ডের ঐতিহাসিক লড়াই । আলী শিরোপা জয় করলেন ।