অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রে বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে


NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.
NASA image shows Large and Small Magellanic Clouds, two dwarf galaxies orbiting the Milky Way, at the head of the gaseous stream.

ডেমোক্রাটিক কংগো প্রজাতন্ত্রে নির্বাচনী কর্মকর্তারা বলেন তারা বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। সে দেশে গন অসন্তোষের সম্ভাবনা দেখা দিয়েছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র ম্যাথিউ এমপিটা বলেন রাতে পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণা দুদিন বিলম্বিত হয়।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন। তার সবচাইতে কাছের প্রতিদ্বন্দী এটিয়েন শিসেকেডি ৩৩ শতাংশ ভোট পেয়েছেন।

XS
SM
MD
LG