পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাপেল কামপিউটারের দোকানগুলোতে স্টিভ জব্স এর মৃত্যুতে লোকজন এসে ভীড় করছে এবং শোক প্রকাশ করছে ও সহনুভুতি জানাচ্ছে।
দোকানগুলোর সামনে লোকজন ফুল আর মোমবাতি রেখে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ স্টিভ জব্স এর মৃত্যুতে মর্মাহত। বিশ্বব্যাপী বৈদ্যতিন শিল্পে যে পরিবর্তন ঘটেছে জব্স তাতে মুখ্য ভুমিকা পালন করেন।
ব্যবসা মহলে প্রতিদ্বন্দ্বীরা, সহকর্মীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার ফ্যানরা জব্স এর প্রতি সম্মান দেখাচ্ছেন। স্টিভ জব্স ১৯৭৬ সালে অ্যাপেল এর সহ প্রতিষ্ঠাতা হন।তিনি এর পর সাফল্যের সঙ্গে ম্যাকিন্টশ কামপিউটার, আইপড, আই ফোন এবং আইপ্যাড বাজারে ছাড়েন।