সিরিয়ার বিরোধী গ্রুপগুলো শুক্রবার, দেশের বিভিন্ন জায়গায় নতুন করে হানাহানির কথা জানিয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি অস্ত্র বিরতি ব্যবস্থা কার্যকর হওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে এই ঘটনা ঘটছে ।
সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস, ভয়েস অফ আমেরিকাকে বলেছে, দামেস্কের উপকণ্ঠে কয়েকটি জায়গায় সরকারী বাহিনী বিদ্রোহী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা জানায় যে, সামরিক বাহিনীর ৩জন সদস্য নিহত হয়েছে। কেন্দ্রীয় হোমস অঞ্চলেও হানাহানির সূত্রপাত হয়।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা সিরিয়ার বেশ কিছু জায়গায় প্রতিবাদ বিক্ষোভ করে ।
বৃহষ্পতিবার জাতিসংঘ মহাসচীব বান কি মুন সতর্ক করে দেন যে, সিরিয়ার সংঘর্ষ বেড়ে চলেছে এবং দামেস্ক প্রধান শহরগুলো থেকে সৈন্য প্রত্যাহারের আশ্বাস দেওয়া সত্ত্বেও, জনগনের ওপর সরকারী বাহিনীর হামলা বন্ধ হওয়ার কোন আভাষ পাওয়া যাচ্ছে না ।
মিঃ বান কি মুন সাধারণ পরিষদে বলেন, তার কথায় ‘সিরিয়ার শহর, নগর, গ্রাম সব যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে’। তিনি প্রেসিডেন্ট আসাদের প্রতি ‘নেতৃত্বসুলভ এবং দূরদর্শিতার’ পরিচয় দেওয়ার এবং ১০ই এপ্রিলের মধ্যে হানাহানি বন্ধ করার বিষয়ে তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান।