অ্যাকসেসিবিলিটি লিংক

কলম্বিয়ার প্রেসিডেন্ট: কানোর মৃত্যু ফার্ক সংঘঠনের জন্য একটা বড় আঘাত


Colombia's President Juan Manuel Santos talks to the press in Cartagena, Colombia, Nov. 4, 2011.
Colombia's President Juan Manuel Santos talks to the press in Cartagena, Colombia, Nov. 4, 2011.

কলম্বিয়ার সামরিক বাহিনী দেশের প্রধান বামপন্থী বিদ্রোহী গ্রুপের শীর্ষ নেতাকে হত্যা করেছে।

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমের কাওকা অঞ্চলে শুক্রবার সামরিক বাহিনীর এক অভিযানের সময় রেভোলিউশানারি আর্ম্ড ফোরসেস অফ কলম্বিয়া বা ফার্ক এর শীর্ষ কম্যান্ডার আলফনসো কানো নিহত হন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্টোস টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন ফার্কের ইতিহাসে কানোর মৃত্যু হচ্ছে ফার্কের বিরুদ্ধে সবচাইতে বড় আঘাত। তিনি ফার্কের গেরিলাদের তত্পরতা বন্ধ করার আহ্বান জানান যেহেতু তাদের নেতা এখন মৃত। ফ্রেসিডেন্ট বলেন সহিংসতা প্রকৃত পথ নয়।

২০০৮ সালে গ্রুপের প্রতিষ্ঠাতা মানুয়েল মারুলান্ডা ভেলেজ এর মৃত্যুর পর কানো ওই বিদ্রোহী গ্রুপের নেতা হন।

XS
SM
MD
LG