গ্রীক প্রধানমন্ত্রী জর্জ পাপেনড্রিও, তার দেশের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনার বিষয়ে গনভোট অনুষ্ঠান বাতিল করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, ইউরোপীয় নেতারা সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
জর্জ পাপেনড্রিও বৃহষ্পতিবার তার গনভোট অনুষ্ঠানের ধারণা থেকে পিছিয়ে যান যখন জার্মান ও ফরাসী নেতারা এটা সুস্পষ্ট করে দেন যে তারা গ্রীসের অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্দের কারনে ইউরোজোনকে ঝুঁকির মুখে ফেলবেন না।
এর আগে গ্রীসের এক বিরোধী নেতা অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানান যাতে অগ্রীম নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া যায়। ওই নেতা চাইছেন না যে প্রধানমন্ত্রী জর্জ পাপেনড্রিও ইউরোপীয় ইউনিয়নের অর্থ সাহায্যের জন্য দেশব্যাপী গনভোট অনুষ্ঠান করেন।