অ্যাকসেসিবিলিটি লিংক

দৃষ্টিহীন ভিন্ন মতাদর্শী বেজিংএ যুক্তরাষ্ট্রের দুতাবাস ত্যাগ করেছেন, তাঁকে নিরাপদ স্থানে সরানো হবে


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন চীনের দৃষ্টিহীন ভিন্ন মতাদর্শী চিকিৎসা এবং পরিবার সংগে মিলিত হবার জন্য বেজিংএ যুক্তরাষ্ট্রের দুতাবাস ত্যাগ করেছেন। তিনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের দুতাবাসে যান।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলছেন, বুধবার চীন সরকার চেন গুয়াংচেনকে চীনের ভিতরেই নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে রাজি হয়েছেন। কর্মকর্তা বলেন চেন যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্র্য় প্রার্থনা করেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রি হিলারি ক্লিন্টন বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে চেন-কে দুতাবাসে আশ্রয় দিতে সক্ষম হয়েছে যে ব্যপারে তিনি সন্তুষ্ট, তাঁর ভাষায় “সে যে আমাদের বেছে নিয়েছে এতে আমাদের মূল্যবোধই প্রতিফলিত হয়েছে।

ক্লিন্টন দুদিনের সফরে বেজিং এ আছেন। বৃহস্পতিবার থেকে সেখানে উচ্চ পর্যায়ের নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়ক বৈঠক হবে।

XS
SM
MD
LG