৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিলকে হারিয়ে দিল নেদারল্যাণ্ডস ২ - ১ গোলে। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বিশ্বকাপের মাঠে ইতিহাস গড়লো নেদারল্যাণ্ডস দল।
ওদিকে ইংল্যাণ্ড এবারের বিশ্বকাপে তার অত্যন্ত হতাশাজনক ফলাফলের কারণে সমালোচনার সম্মুখীন হলেও ৬৪ বছর বয়স্ক ইটালীয় কোচ ফাবিও কাপলাকেই তার দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ইংলিশ ফুটবল এসোসিয়েশন এ কথা ঘোষণা করে বলেছে কোচ ফাবিও তার দায়িত্ব বহাল থাকবেন। তিনি ইংল্যাণ্ড দলের সঙ্গে ২০১২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। আপনারা জানেন ইংল্যাণ্ড জার্মানীর কাছে পরাজিত হয়েছে ৪-১ গোলে।