অ্যাকসেসিবিলিটি লিংক

‘বাংলাদেশ, মেয়েদের শিক্ষা, মাতৃ মৃত্যুর হার হ্রাস, দারিদ্র্য সীমা হ্রাস বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে’ – বললেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত


‘বাংলাদেশ, মেয়েদের শিক্ষা, মাতৃ মৃত্যুর হার হ্রাস, দারিদ্র্য সীমা হ্রাস বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে’ – বললেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত
‘বাংলাদেশ, মেয়েদের শিক্ষা, মাতৃ মৃত্যুর হার হ্রাস, দারিদ্র্য সীমা হ্রাস বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে’ – বললেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত

বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত সম্প্রতি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনে এসেছিলেন। সেইসময় বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাতকারে তিনি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্প্রসারণ নিয়েও বক্তব্য রাখেন ।

বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, ‘ইওরোপের ঋণ সংকট, মার্কিন ঘাটতি ও রেটিং, এগুলো আলোচিত হয়েছেই এবং এ বিষয়ে প্রত্যেককে বলা হয়েছে যে, আপনারা এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না যে যাতে আন্তর্জাতিক যে পরিস্থিতি তা আরও খারাপ হয় । এ ছাড়াও আরও অনেক বিষয় আলোচিত হয়েছে’ ।

বাংলাদেশ প্রসঙ্গে জনাব মুহিত বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি এক হিসাবে পৃথিবীর মধ্যে ভাল যে সব রিপোর্ট তার মধ্যে একটি। আমরা কয়েকটি বিষয়েই ইতিমধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করে ফেলেছি । যেমন মেয়েদের শিক্ষা, শিক্ষা কেবল প্রাথমিক পর্যায়েই নয়, মাধ্যমিক পর্যায়ে । অন্য তিনটি বিষয়ে আমাদের সন্দেহ ছিল । যেমন মাতৃ-মৃত্যুর হার আমরা মনে করেছিলাম কমাতে পরিনি । কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ক্ষেত্রেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আমরা সেটাও ফুলফিল করবো । আর অন্য একটি বিষয়ে আমাদের সন্দেহই ছিল না যেটা আমরা মনে করি যে সম্ভবপর হবে না সেটা হলো বনায়ন – আমরা চেয়েছিলাম ১৫ শতাংশ এলাকা বনায়িত হবে, সেটা আমাদের হবে না’।

জনাব মুহিতের সাক্ষাত্কার নিয়েছেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG