আজ বুধবার ২৪ই জুলাই আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: লিবিয়া পরিস্থিতি।
আজ আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি ছিলেন, ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর অ্যাহতাশাম চৌধুরী।
ডক্টর আলী রিয়াজ, ইলিনয় স্টেট ইউনভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের- প্রধান।
ডক্টর অ্যাহতাশাম চৌধুরী, নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ, ইরাকে নির্বাচন বিষয়ে সাবেক উপদেষ্টা এবং জাতীয় রিপাবলিকান পার্টির সঙ্গে সংশ্লিষ্ট তিনি।
শ্রোতারা লিবিয়া পরিস্থিতি বিষয় প্রশ্ন করেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।