অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কের প্রেসিডেন্ট বলেছেন জঙ্গি বিমানটি সম্ভবতঃ সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে


AP
AP

তুরষ্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেছেন, সিরিয়ার আকাশে প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভুপাতিত তুর্কী জঙ্গি বিমানটি সম্ভবতঃ সিরিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে।

মিষ্টার গুল শনিবার বলেন, স্বল্প এলাকায় উড্ডয়নরত দ্রুত গতির জঙ্গি বিমানের সীমানা অতিক্রম করার ব্যপার বিরল নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তৈরী এফ- ফোর বিমানটি তুরষ্কের আকাশ সীমার ভেতরেই ভুপাতিত হয়েছিলো কিনা, তা অনুসন্ধানেই বোঝা যাবে।

শুক্রবার যুদ্ধ বিমানটি ভুমধ্যসাগরের ওপর দিয়ে উড়ার সময়ে সেটিকে গুলি করে ভুপাতিত করা হয়। সিরিয়া বিমানটি ভুপাতিত করার দায়িত্ব স্বীকার ক’রে বলে, সেটা সে সময়ে সিরীয় আকাশ সীমার ভেতর খুব নীচু দিয়ে উড়ে যাচ্ছিলো।

তুরষ্কের উপ প্রধানমন্ত্রী বুলেন্ত আরিঞ্চ বলেন, ঐ বিমানটিকে তথ্যানুসন্ধানের কাজে লাগানো হত। সিরিয়া এর আগে কয়েকবার তুরষ্কের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহী পক্ষকে তথ্যানুসন্ধান দিয়ে তাদের সাহায্য করার অভিযোগ এনেছিলো। তুরষ্ক সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

সিরীয় ও তুর্কী বাহিনী একযোগে নিখোঁজ দু’জন তুর্কী বৈমানিকের সন্ধান কাজ চালাচ্ছে।

XS
SM
MD
LG