অ্যাকসেসিবিলিটি লিংক

আটলান্টিস অবতরণ করলো, শাটল যুগের অবসান ঘটলো


মহাকাশ শাটল অটলান্টিস
মহাকাশ শাটল অটলান্টিস

মহাকাশ শাটল নভোযান আটলান্টিস ত্রুটিহীন ভাবে অবতরণ করে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের মহাকাশ শাটল মিশনের অবসান হোলো।

হিউস্টান, মিশন সম্পন্ন হয়েছে। পৃথিবীর জন্য ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার পর, মহাকাশ শাটল ইতিহাসে তাদের স্থান করে নিয়েছে। এবং সব শেষ যাত্রা বিরতীতে এসে থেমেছে।

আটলান্টিসের চার ক্রুসদস্য ঠিক ১০টার আগে দক্ষিনাঞ্চলের ফ্লরিডা রাজ্যে কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরন করেন। চমত্কার আবহাওয়া এবং শত শত মানুষ শাটলকে স্বাগত জানায়।

আটলান্টিসের ১৩ দিনের অভিযানে নভোযানের ৩৩তম মিশন এবং চুড়ান্ত ফ্লাইট সম্পন্ন হলো। ২৬ বছর ধরে আটলান্টিস ব্যবহার করা হয়। নাসার নভোযানের চতুর্থ শাটল আটলান্টিস প্রথম মহাকাশে পাড়ি দেয় ১৯৮৫ সালের অক্টোবার মাসে।

মঙ্গলবার আটলান্টিসের ক্রু, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করেন। তারা ৮ দিনের সফরে এক বছরের জন্য সরবরাহ দিয়ে আসেন এবং ব্যবহৃত যন্ত্রসরঞ্জাম ও আবর্জনা পৃথিবীতে ফেরত্ নিয়ে আসেন।

আটলান্টিস এবং অন্যান্য বাদবাকি শাটল আর বাবহার করা হবেনা এবং তা প্রদর্শন করা হবে।

XS
SM
MD
LG