অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল সাইনাই এর কাছে পাল্টা আক্রমন চালিয়েছে


ইসরাইল সাইনাই এর কাছে পাল্টা আক্রমন চালিয়েছে
ইসরাইল সাইনাই এর কাছে পাল্টা আক্রমন চালিয়েছে

ইসরাইলী পৃথক অক্রমণে অন্তত ১০ জন ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে । এই ফিলিস্তিনিদেরকে ইসরাইল-মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলে এক নাগড়ে হামলা চালানোর জন্যে অভিযুক্ত করেছে ইসরাইল । এতে আটজন নিহত এবং ৪০ জনের ও বেশি লোক আহত হয়েছে।

ইসরাইলী সৈন্যরা সীমান্ত এলাকায় ৫ জন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে এবং মিশরের সৈন্যরা আরও দু জনকে হত্যা করে। তবে বেশির ভাগ হামলাকারী পালিয়ে গেছে।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু ইসরাইলের পাল্টা আক্রমণের সমর্থনে বলেন " যদি কেউ এমনটি মনে করে থাকে যে ইসরাইল তার ওপর হামলা মেনে নেবে , তা হলে সে ভুল করছে। যখনই কেউ ইসরাইলের নাগরিকের ক্ষতি করে , আমরা তাৎক্ষনিক ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং সর্বশক্তি প্রয়োগ করি"।

এ দিকে মিশরের একজন কর্মকর্তা বলছেন যে জঙ্গিদের তাড়া করার সময়ে ইসরাইলের হেলিকপ্টার গানশীপ ভুল করে মিশরের একজন সেনা কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আরো দুজনকে হত্যা করেছে।

XS
SM
MD
LG