রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাডিমির পুটিন, সংসদীয় নির্বাচনের ফলাফলের পক্ষে বক্তব্য রাখেন। এবং ভোটে কারচুপির অভিযোগ প্রত্যাখান করেন।
টেলিভিশনে সম্প্রচারিত কল ইন অনুষ্ঠানে মি পুটিন বলেন চৌঠা ডিসেম্বর নির্বাচনে জনগনের মতামত প্রতিফলিত হয়েছে যদিও বিরোধীরা আরেকবার নির্বাচনের আহ্বান জানিয়েছে।
রুশ প্রধানমন্ত্রী আরও বলেন গত সপ্তাহে সংসদীয় নির্বাচনের পর যে বিক্ষোভ হয় তা গ্রহনযোগ্য যতক্ষন না আইন ভঙ্গ করা হবে।
পুলিশ সূত্রে বলা হয় গত শনিবার ২০ হাজার মানুষ মস্কোয় বিক্ষোভ করে।