অ্যাকসেসিবিলিটি লিংক

হজের আচার হিসেবে মুসলমানরা শয়তানকে পাথর নিক্ষেপ করলেন


হজের আচার হিসেবে মুসলমানরা শয়তানকে পাথর নিক্ষেপ করলেন
হজের আচার হিসেবে মুসলমানরা শয়তানকে পাথর নিক্ষেপ করলেন

সৌদি কর্তৃপক্ষ বলছে যে এ বছর পচিশ লক্ষের ও বেশি মুসলমান হজ্ব পালন করছেন। লক্ষ লক্ষ মুসলমান আজ সৌদি আরবের পবিত্র শহর মীনার কাছে এক উপত্যকায় সমবেত হয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেন। শয়তানের প্রতীক তিনটি স্তম্ভে প্রতি টি হাজিকে ২১টি করে পাথর নিক্ষেপ করতে হয়।

পাথর নিক্ষেপের এই আচার শেষে হজ পালনকারীরা মক্কার হারেম শরীফে গিয়ে কাবার চার পাশে তাওয়াফ করবেন। রোববার ঈদুল আজহার ও শুরু যা হজরত ইব্রাহিমের পুত্রকে প্রায় কোরবাণী দেওয়ার স্মৃতিতে পালন করা হয়।

XS
SM
MD
LG