যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন পানেটা বলছেন যে সাম্প্রতিক কালে আল ক্বায়দার কয়েকজন নেতার মৃত্যু ঐ সন্ত্রাসী গোষ্ঠির জন্যে বড় রকমের কোন আক্রমণ চালানো আরো কঠিন হয়ে পড়ছে।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে আমেরিকায় যার জন্ম সেই আল ক্বায়দার একজন প্রধান ব্যক্তি ধর্মীয় নেতা আনোয়ার আওলাকি এবং পাকিস্তানি আমেরিকান , সামির খান যে ঐ সন্ত্রাসী গোষ্ঠির একটি ওয়েব ম্যাগাজিন প্রকাশ করতো তাদের মৃত্যুর কয়েকদিন পরই পানেটা এই মন্তব্য করলেন।
তিনি মনে করেন যে বিদেশে বড় রকমের হামলা চালানোর জন্যে যে ধরণের পরিকল্পনা ও তৎপরতার প্রয়োজন রয়েছে সেটা করা আল ক্বায়দার জন্যে আরও কঠিন হয়ে পড়বে। তবে এটা বলার পর ও , এ নিয়ে কোন সন্দেহ নেই যে আল ক্বায়দা এখনও হুমকি হয়ে রয়েছে। আল ক্বায়দার ভেতরে ব্যক্তি বিশেষ আছে যারা এখন ও যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার পরিকল্পনা করে যাচ্ছে।
পানেটা ইসরাইল যাত্রার সময়ে সংবাদদাতাদের বলেন যে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ক্ষমতায় থাকুন আর নাই-ই থাকুন , যুক্তরাষ্ট্র ইয়েমেনে আরব উপদ্বীপের আল ক্বায়দা বা একিউএপি ‘দের মোকাবিলা করবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী AQAP লক্ষস্থলের ওপর আক্রমণ চালানোর জন্যে সি আই এ এবং ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে চলেছে।
পানেটা বলছেন যে এ খবরের সত্যতা নিশ্চিত ত করতে পারছেন না যে শুক্রবারের বিমান হামলায় বোমা তৈরিতে লিপ্ত সৌদি নাগরিক ইব্রাহিম আল আসিরি নিহত হয়েছে , কী না।