বুধবার ১০ই আগস্ট হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ক্রেডিট রেইটিং এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব। আমাদের সরাসরি টেলিফোনে, ইমেইল ক’রে অথবা VOA Bangla Face Book Fan Pageএ আগে বা অনুষ্ঠান চলাকালীন প্রশ্ন করতে পারেন। ই-মেইলে নম্বর জানালে আমরাও আপনাদের টেলিফোন করতে পারি। অনুষ্ঠান চলাকালীন 202-619-3062 এই নম্বরে কলেক্ট কল করুন। ই মেইল ঠিকানা bangle@voanews.com