অ্যাকসেসিবিলিটি লিংক

স্পন্দন –বি’র উদ্যোক্তা নির্ধারণী প্রকল্প সম্পর্কে ফাইয়াজ হোসেনি


ড ফাইয়াজ হোসেনি
ড ফাইয়াজ হোসেনি

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বাংলাদেশের প্রকৌশলীদের একটি অলাভজনক প্রতিষ্ঠান স্পন্দন –বি ‘র একটি প্রকল্প বাংলাদেশ থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয় নিয়ে কথা বলেছেন অ্যাবটের কেমিকাল এঞ্জিনিয়ার এবং স্পন্দন-বি ‘র নির্বাহী কমিটির সদস্য ড ফাইয়াজ হোসেনি।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে এমন উদ্যোগি ব্যক্তি বাংলাদেশে রয়েছেন প্রচুর যারা নিজের প্রতিভায় আবিস্কার করছেন অনেক কিছু যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। । এ ধরণের উদ্যম ও উদ্যোগকে স্পন্দন-বি বেল যে স্বাগত জানায় তাই-ই নয় বরঞ্চ প্রাথমিক পর্যায়ে সৃনির্দিষ্ট প্রকল্পের অর্থায়নে তারা ভূমিকা রাখছেন।

XS
SM
MD
LG