অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার বিদ্রোহীদের সামরিক নেতা নিহত


লিবিয়ার বিদ্রোহীদের সামরিক নেতা নিহত
লিবিয়ার বিদ্রোহীদের সামরিক নেতা নিহত

লিবিয়ার বিদ্রোহীদের অন্তবর্তী জাতীয় পরিষদ বলছে যে বৃহস্পতিবার তাদের শীর্ষ কমান্ডার আব্দেল ফাতাহ ইউনেস আততায়ীর হাতে নিহত হয়েছেন।

ঐ পরিষদের প্রধান মুস্তফা আব্দল জলিল বলছেন যে তাকে বিদ্রোহীদের বিচারিক কমিটিতে হাজির হবার চিঠি পাঠানোর পর , তাকে হত্যা করা হয়। ঐ বিচারিক কমিটি বিভিন্ন অভিযানের প্রতি দৃষ্টি রাখছিল।

বৃহস্পতিবার দিনে আরো আগের দিকে লিবিয়ার বিদ্রোহীরা বলেছে তারা পশ্চিমাঞ্চলে আক্রমন চালানোর পর ওই অঞ্চলের শহর ঘেজাইয়া দখল করে।

চিকিত্সা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন অন্তত দুজন বিদ্রোহী, ওই এলাকায় নেতা মোয়াম্মর গাদ্দাফীর অনুগত বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়। তিউনিশিয়ার সীমান্তের কাছে ওই এলাকা।

মি গাদ্দাফির বাহিনী ওই অঞ্চলের পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমন চালানোর জন্য ওই শহরকে ঘাটি হিসেবে ব্যাবহার করেছে।

XS
SM
MD
LG