অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসি সমাজবাদীরাসংসদ নির্বাচনে এগিয়ে


ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ এর সমাজবাদী দল এবং তার মিত্ররা সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। সে দেশের সংসদের নিম্ন কক্ষের নির্বাচনের প্রথম পর্যায়ে তারা বিপুল আসনে জয়লাভ করেছে।

গতকালের নির্বাচনের সরকারী ফলাফলে দেখা যাচ্ছে যে ৫৭৭ আসন বিশিষ্ট জাতীয় পরিষদে তারা প্রায় ৪৬ শতাংশ ভোট পেয়েছে।

প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলা সারকোজির রক্ষনশীল ইউ এম পি দল পেয়েছে প্রায় ৩৪ শতাংশ এবং চরম ডানপন্থিদল ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ১৩ শতাংশের কিছু বেশি ভোট।

আগামি ১৭ই জুন দ্বিতীয় পর্যায়ের ভোটাভুটির পর জাতীয় পরিষদের চূড়ান্ত রূপ রেখা বোঝা যাবে। সমাজবাদী এবং তার মিত্ররা এরই মধ্যে ফরাসি সংসদের উচ্চ কক্ষ সেনেট নিয়ন্ত্রণ করছেন।

মি ওলান্দ এমন সব পদক্ষেপ নিতে চান, যাতে করে তিনি মনে করেন যে বেকারত্ব হ্রাস পাবে এবং তার দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে।

XS
SM
MD
LG