অ্যাকসেসিবিলিটি লিংক

লড়াইয়ে ২৩ জন সিরীয় সৈন্য নিহত


সিরীয় সক্রিয়বাদীরা বলছে যে হমস শহরের অদূরে বিদ্রোহীরা লড়াইয়ের সময়ে ২৩ জন সৈন্যকে হত্যা করেছে।

সক্রিয়বাদীরা বলছেন যে সোমবারের এই লড়াই শুরু হয় হমস এর ২৫ কিলোমিটার উত্তরে রাস্তান শহরে । এর আগে সিরিয়ার সেনাবাহিনী ঐ শহরের ওপর প্রচন্ড গোলাবর্ষণ করছে। এই লড়াইয়ের কারণে প্রায় এক মাসব্যাপী অস্ত্র বিরতিতে আরও ব্যাঘাত ঘটলো। তবে অস্ত্র বিরতি এরই মধ্যে আরও বহুবার বিঘ্নিত হয়েছে । জাতিসংঘের পর্যবেক্ষকরা সহিংসতা হ্রাসের প্রচেষ্টায় অস্ত্র বিরতির তদারকি করছেন। একজন পর্যবেক্ষক বলছেন যে তাদের মোট পর্যবেক্ষক সংখ্যা হচ্ছে আড়াইশ । এর মধ্যে ১৮৯ জন হচ্ছেন সামরিক পর্যবেক্ষক এবং বাকীরা অসামরিক ব্যক্তি।

গতকালও ট্যাঙ্কের সাহায্যে সিরিয়ার সৈন্যরা অন্তত ৫ জন অসামরিক লোককে হত্যা করেছে , বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে এবং দোকান পাট লুটপাট করেছে।

XS
SM
MD
LG