অ্যাকসেসিবিলিটি লিংক

পরমাণু অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণের ব্যাপারে সবার সমান ভূমিকা থাকা প্রয়োজন : ইমতিয়াজ আহমেদ


ইমতিয়াজ আহমেদ
ইমতিয়াজ আহমেদ

দক্ষিণ কোরিয়া সোওলে যে পারমানবিক অস্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা । তিনি যেমন বিশ্বে পারমানবিক মারনাস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেছেন , তেমনি উত্তর কোরিয়া এবং ইরানের অস্ত্র আহরণের চেষ্টা সম্পর্কে ও সতর্ক করে দিয়েছেন । এই সম্মেলনকে কেন্দ্র সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক আহমেদ বলেন যে কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে যেন মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে কোরিয়ার নতুন নের্তৃত্ব পরমানু অস্ত্রের ব্যাপারে তাদের নীতির কোন বড় রকমের পরিবর্তন ঘটাবে না । তবে তিনি এ ও বলেন যে সংবাদ মাধ্যমের মনোযোগ আকর্ষণের জন্যেও উত্তর কোরিয়া কিছু বাগাড়ম্বর করে থাকতে পারে।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এই সাক্ষাৎকারে চীনের ভূমিকার ও মূল্যায়ন করেন। তিনি বলেন যে চীন যদিও উত্তর কোরিয়ার প্রতি তার সমর্থন অব্যাহত রেখেছে তবুও ঐ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চীন দায়িত্বহীন ভূমিকা পালন করতে পারে না। সম্ভবত সে জন্যে চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার পারমানবিক উচ্চাকাঙ্খা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বিশ্বায়নের কারণে চীনের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তারই ধারাবাহিকতায় চীন চায় উত্তর কোরিয়ায় ও পরিবর্তন আসুক। অধ্যাপক আহমেদ বলেন যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপরে শক্তিধর দেশগুলিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নইলে এ ধরণের অস্ত্র আহরণের সুযোগ পাবে সন্ত্রাসবাদীরাও।

XS
SM
MD
LG