বাংলাদেশে কর্মকর্তারা বলছেন – গত বছরের শেষভাগে আফগানিস্তানে যে পাঁচ বাংলাদেশি শ্রমিককে অপহরন করা হয়েছিলো, এখন তাঁরা মুক্ত হয়েছেন । বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি ঢাকায় সাংবাদিকদের জানান – ঐ জিম্মিদেরকে মুক্ত করা হয় মঙ্গলবার দিনের প্রথম ভাগে – তাঁদের অপহরক ও আফগান উপজাতিয় প্রবীন নেতৃবৃন্দের মধ্যে নিস্পত্তি আলোচনা সম্পন্ন হবার পর । দক্ষিন কোরিয়ার এক কনস্ট্রাকশান কোম্পানীর হয়ে কাজ করতেন যে ৭ বাংলাদেশি, তাঁরাই অপহৃত হয়েছিলেন ২০১০ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফে মজদুর ক্যাম্পে দুর্বৃত্তদের হামলার সময় । ঐ হামলায় অপর এক বাংলাদেশি নিহত হন । অপহৃতদের দু’জন দিন কয়েকের ভেতরেই ছাড়া পেয়েছিলেন । ঐ হামলার কোনো দায় দায়িত্ব কোনো পক্ষ থেকেই দাবী করা হয় নি । বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন – সদ্য মুক্ত পাঁচ বাংলাদেশি শ্রমিক সপ্তাহ খানেকের ভেতরেই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে । বিষযটির ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরূল আলম ।