এই বুধবার ১১ জানুয়ারীরর হ্যালো ওয়াশিংটনে ভয়েসঅফ এ্যামেরিকার বাংলা সম্প্রচারে উপস্থিত বিভিন্ন শ্রোতাদের প্রশ্ন, জিজ্ঞাসা,মনতব্যের জবাব দেন বিশ্লেষন করেন তিন বিশেষজ্ঞ । এঁরা হলেন (১) ঢাকার অসরকারী গবেষনা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষক-অর্থনীতিবীদ ডক্টর ফাহমীদা খাতুন (২) সাবেক মন্ত্রী - রাজনৈতিক ভাস্যকার ডক্টর মুজানুর রহমান শেলী এবং নিউ ইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক , সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহামাম্মদ উল্লাহ । বাংলাদেশের বর্তমান মহাজোট সরকারের শাসন মেয়াদের প্রথম তিন বছরের সাফল্য ও ব্যর্থা নিয়ে শ্রোতারা প্রশ্ন করেন - মন্তব্য করেন এবং অতিথী তিন বিশেষজ্ঞ সেসবের জবাবেদেন , মন্তব্যের ওপর নিজেদরাও মন্তব্য দেন । অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীন ।