অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ফরাসি কনস্যুলেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ


সাড়া পাকিস্তান ফরাসি ​সাপ্তাহিক ব্যাঙ্গ ম্যাগাজিন শ্যার্লী এবডোতে মহানবী (সাঃ)কে নিয়ে বিদ্রুপাত্মক চিত্র প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভ হয়। শুক্রবারে অনুষ্ঠিত প্রায় সবগুলো বিক্ষোভই শান্তিপূর্ণ ভাবে হয়েছে, তবে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর করাচিতে ফরাসি কনস্যুলেটের বাইরে প্রায় ২শ’ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ বিক্ষোভকারীদের হটানোর জন্য জলকামান এবং কাঁদানে গ্যাসে ছোঁড়ে।

ঐ সংঘর্ষে ফরাসি সংবাদ সংস্থা “এ এফ পি”র এক চিত্রগ্রাহকসহ ৩ জন আহত হয়েছে।

পাকিস্তান সরকার গত সপ্তাহে, প্যারিসে শ্যার্লী এবডোর কার্যালয়ে জঙ্গি হামলার নিন্দা জানায়। প্যারিসের ঐ জঙ্গি আক্রমনে ১২ জন নিহত হয়।

XS
SM
MD
LG