অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষি আইনের প্রতিবাদে নতুন দিল্লিতে কৃষকদের বিক্ষোভ


ভারতের মুজাফ্ফরগড়ে কেন্দ্রীয় কৃষি সংস্কার আইনের বিরোধিতা করে বিভিন্ন কৃষক ইউনিয়নের সমাবেশ, ফাইল ছবি, ৫ই সেপ্টেম্বর, ২০২১, ছবি, মনি শর্মা- এএফপি
ভারতের মুজাফ্ফরগড়ে কেন্দ্রীয় কৃষি সংস্কার আইনের বিরোধিতা করে বিভিন্ন কৃষক ইউনিয়নের সমাবেশ, ফাইল ছবি, ৫ই সেপ্টেম্বর, ২০২১, ছবি, মনি শর্মা- এএফপি


হাজার হাজার ভারতীয় কৃষক মঙ্গলবার নতুন দিল্লিতে নতুন কৃষি আইনের বিরোধিতা করে একটি বড়শস্য বাজারের বাইরে সমবেত হয়। তারা বলেছেন এই নতুন আইন তাদের জীবিকার প্রতি বড় রকমের হুমকি। এই নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভে গত সপ্তাহে পুলিশ ব্যবস্থা নেয়।

প্রবীণ এক কৃষক নেতা, বলবীর সিং রাজেওয়াল বলেন,“বিপুল সংখ্যক কৃষক সভায় জমায়েত হয়ে যারা নিরস্ত্র ও বয়োজ্যেষ্ঠ কৃষকদের প্রতি হামলা চালিয়েছে, তাদের শাস্তি দিতে সরকারের প্রতি আবেদন জানান I

যে শস্যবাজারে মঙ্গলবারের এই সভাটি অনুষ্ঠিত হয়, সেটি পার্শবর্তী হরিয়ানা রাজ্যে অবস্থিত, যা দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিতI রাজেওয়ালবলেন, কৃষকেরা হরিয়ানা রাজ্যের প্রধান সরকারি দপ্তরগুলোরবাইরে আরো বিক্ষোভের আয়োজন করবেI

তিনি জানান, তারা যে অতিরিক্ত এবং অসম শক্তি প্রয়োগ করেছে, তা শুধু নৃশংস নয়, তা ছিল প্রতিহিংসা মূলকI হরিয়ানার একটি মহাসড়কে কৃষকদের বিক্ষোভ থামাতে গত মাসে পুলিশ বিক্ষোভে লাঠি চার্জ করলে, ১০জন কৃষক আহত হন I পরে একজন কৃষকের মৃত্যু হয়, যদিও কর্মকর্তারাবলেন লাঠি চার্জে তার মৃত্যু হয় নিI

সরকারি কর্মকর্তরা জানান, হরিয়ানার কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছেI বিপুল সংখ্যায় পুলিশমোতায়েন ছাড়াও সরকার সেখানে আধা সামরিক বাহিনীও মোতায়েন করেছেI

আট মাসেরও বেশি সময় ধরে, লক্ষ লক্ষ কৃষক ভারতের কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘতম প্রতিবাদে অংশ নিতে নতুন দিল্লি অভিমুখী মহাসড়কে তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

(রয়টার্স )

XS
SM
MD
LG