অ্যাকসেসিবিলিটি লিংক

বিভিন্ন দেশ রাষ্ট্র পরিচালিত সহিসংতার–সশস্ত্র গোষ্ঠীর হানাহানির হাত থেকে মানুষকে রক্ষা করত ব্যর্থ হয়েছে


বিশ্বের বিভিন্ন দেশের সরকারেরা রাষ্ট্র পরিচালিত সহিসংতা –সশস্ত্র গোষ্ঠীর হানাহানির হাত থেকে তাদের নাগরিক সাধারণকে রক্ষা করত ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে এ্যামনেস্টী ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে- বলেছে,এ ব্যাপারে বিশ্বের যা প্রতিক্রিয়া তা লজ্জাজনক-অপর্যাপ্ত।

এ্যামনেস্টী ইন্টারন্যাশনালের দু’ হাজার চোদ্দোর ঐ বার্ষিক রিপোর্টে বলা হয়- বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এ পরিস্থিতি বিপর্যয়কর-দূর্ভাগ্যজনক। রিপোর্টে বলা হয় সিরিয়া থেকে য়ুক্রেইন- আর গাযা থেকে নাইজিরিয়া অবধি অসামরিক লক্ষ লক্ষ মানুষ অবর্ণনীয় মানবাধিকার লংঘনের কবলে পড়েছে- গেলো বছর তামাম দুনিয়া জুড়ে ঘরছাড়া হয়েছে-বাস্তুচ্যুত হয়েছে ৫ কোটিরও মানুষ।

এ্যামনেস্টী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নামোল্লেখে বলেছে- অসামরকি মানুষের সূরক্ষায় নিদারুনভাবে ব্যর্থ হয়েছে তারা।

রিপোর্টে বলা হয়- সশস্ত্র গোষ্ঠীর হামলা-আক্রমনে কমসে কম ৩৫টি দেশে লংঘিত হয়েছে মানুষের অধিকার। এই দু’ হাজার চোদ্দোতেই উত্থান হয়েছে জঙ্গি ইসলামিক স্টেইট গোষ্ঠীর।

রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে যে মতামত প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG