অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা আইনের কারণে হংকংয়ে অ্যামনেস্টির অফিস বন্ধ করে দেয়া হচ্ছে


চীনের জাতীয় নিরাপত্তা আইনের কারণে অফিস বন্ধ হওয়ার ঘোষণা দেয়ার পর, হংকংয়ের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার অফিস, ২৫শে অক্টোবর, ২০২১ /ছবি টাইরোন সিউ/রয়টার্স
চীনের জাতীয় নিরাপত্তা আইনের কারণে অফিস বন্ধ হওয়ার ঘোষণা দেয়ার পর, হংকংয়ের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার অফিস, ২৫শে অক্টোবর, ২০২১ /ছবি টাইরোন সিউ/রয়টার্স

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার জানায় যে হংকং-এর ওপর বেইজিং আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের কারণে ঐ শহরে তাদের অফিসের কর্মচারীদের ওপর হুমকি তৈরি হওয়ায় সেখানে তাদের অফিস বন্ধ করে দেয়া হবেI

এই সিদ্ধান্ত নেয়াতে আন্তর্জাতিক মানবাধিকার গ্ৰুপের হংকংয়ে ৪ দশকের বেশি সময় ধরে উপস্থিতির অবসান ঘটবেI চীনের কর্মকর্তারা শহরটির ওপর চীনের কতৃত্ববাদী প্রভাব প্রতিষ্ঠার প্রয়াস নিয়েছেনI

হংকংয়ে ব্যাপক এবং প্রায়শ সহিংস প্রতিবাদ-বিক্ষোভের জবাবে, চীন সরকার গত জুন মাসে সেখানে জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে, যে পদক্ষেপ হংকংয়ের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনি পটভূমিকে রূপান্তরিত করে দেয় এবং মূল ভূখন্ডের ধাঁচে রাজনৈতিক ভাষণে সীমাবদ্ধতা আনেI

অ্যামনেস্টি সংস্থার বোর্ডের সভাপতি, আনঝুলা মায়া সিং বাইস বলেন, "অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অফিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এইসিদ্ধান্ত আমরা নিয়েছি হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের কারণে"I

তিনি আরো বলেন, "হংকংয়ে মানবিক সংস্থার কার্যক্রম মুক্ত ও এবং সরকারের তরফে ব্যাপক প্রতিশোধ গ্রহণের ভয়ভীতি ছাড়া চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়"I

অ্যামনেস্টি সংস্থা হংকংয়ে দুটি অফিস চালাতোI

এর প্রথমটি ছিল একটি স্থানীয় শাখা অফিস, যারা শহরের মানবাধিকার লঙ্ঘন ও প্রচারের ওপর নজর রাখতোI

দ্বিতীয় অফিসটি ছিল একটি আঞ্চলিক অফিস যারা গবেষণা এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পক্ষ সমর্থনকারী প্রচার অভিযান চালাতোI

অ্যামনেস্টি সংস্থা তাদের ঘোষণায় জানায় তাদের স্থানীয় অফিসটি ৩১শে অক্টোবর বন্ধ করা হচ্ছে এবং আঞ্চলিক অফিসের কার্যক্রম ২০২১ সালের শেষ নাগাদ বন্ধ করা হবেI

XS
SM
MD
LG