অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি দমন কমিশনের উপরে জনগণের আস্থা একেবারেই কম-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে


Bangladesh Flag
Bangladesh Flag

দুর্নীতি দমনের জন্য যথাযথ আইনি ব্যবস্থা, অর্থ ও মানব-সম্পদসহ সব সুযোগ সুবিধা থাকা সত্তে¡ও বাংলাদেশে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা- দুর্নীতি দমন কমিশনের উপরে জনগণের আস্থা একেবারেই কম বলে রোববার প্রকাশিত এক গবেষণা জরিপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপরে পর্যালোচনা শীর্ষক ওই জরিপ রিপোর্টে সার্বিক স্কোর বিবেচনায় অনেক সূচকে দুদকের অবস্থা মধ্যম পর্যায়ের হলেও দুর্নীতির মামলায় শাস্তির নি¤œ হার, স্বাধীনতা তদারকি সংস্থার অনুপস্থিতি, সমন্বয়ের ঘাটতিসহ বেশ কিছু সমস্যাকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে স্বাধীন ও নিরপেক্ষতার ক্ষেত্রে ব্যাখ্যায় বলা হয়, দুদককে রাজনৈতিকভাবে নিরপেক্ষ বলে মনে করা হয় না। জনগণের আস্থা কম থাকা সম্পর্কে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান তার ব্যাখ্যা দিয়েছেন।
টিআইবি বলছে, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে ধরা এবং দুর্বলতাগুলো কাটিয়ে ওঠাই এখন দুর্নীতি দমন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG