অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের নেত্রী, অন সান সু চি'র বিরুদ্ধে আমদানি-রপ্তানি নীতিমালা ভঙ্গের অভিযোগ 


মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী, অন সান সু চি'র বিরুদ্ধে আমদানি-রপ্তানি নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছেনI ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র একজন মুখপাত্র জানান, তাদের নেত্রীকে দু সপ্তাহের জন্য আটক করা হয়েছে ; এ সময়ের পর, কর্তৃপক্ষ, তাঁর ভাগ্য নির্ধারণ করবেনI

পুলিশের ডকুমেন্ট অনুযায়ী তাঁর বাসভবনে অরেজিস্ট্রীকৃত ৬টি ওয়াকিটোকি উদ্ধার করা হয়, দৃশ্যতঃ, যেগুলি তাঁর দেহরক্ষীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহৃত হোতI
কর্তৃপক্ষ এছাড়াও, প্রাক্তন প্রেসিডেন্ট উইন মায়িন্টকে করোনা সঙ্কটে পদক্ষেপ না নিয়ে, নির্বাচনী প্রচারণায় অংশ নেবার জন্য অভিযুক্ত করেছেI

XS
SM
MD
LG