রুশ কর্তৃপক্ষের পুলিশি গ্রেফতারের হুমকি অমান্য করে, বিরোধী কারারুদ্ধ নেতা, আলেক্সি নাভালনি'র সমর্থকেরা শনিবার রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন I কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকির কথাও জানিয়েছিলেন I
বিরোধী নেতা,নাভালনি চিকিৎসা শেষে মস্কো ফিরে এলে, তাঁকে আটক করে, মস্কোর একটি জেলে রাখা হয়েছে I স্বতন্ত্র নজরদারি গ্রূপ, 'ওভিডি ইনফো' জানায়, শনিবার রাতে তাঁর স্ত্রী, ইউলিয়া, তাঁর সহযোগী রাজনীতিক, লিউবভ সোবলসহ, তিন হাজারের বেশি প্রতিবাদকারীকে আটক করা হয়েছে I এছাড়াও কয়েক ডজন সাংবাদিককে গ্রেফতার করা হয় I
হাজার হাজার মাস্ক পরিধানকারী প্রতিবাদকারীরা 'লেট্ হিম গো' এবং 'আলেক্সি আলেক্সি' বলে ধ্বনি তুলছিলেন I তাদের হাতে ব্যানারে লেখা ছিল, ফ্রিডম ফর আলেক্সি , আই আম নট এফ্রাইড' I