‘ইরানের সেনাধিনায়ক কাসেম সুলাইমানীর নিহত হওয়ার ঘটনা এবং সংশ্লিষ্ট পূর্বাপর ঘটনাপ্রবাহ’ এ নিয়েই আমাদের আজকের আলাপন টক শো’র আলোচনা। আজ এ অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের এ্যাটলান্টা থেকে এ্যামেরিকান পাবলিক য়ুনিভার্সিটী সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি ও গ্লোবাল স্টাডিজের এ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ, নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সাংবাদিক সংবাদ বিশ্লেষক-ভাষ্যকার সৈয়দ মোহাম্মদউল্লাহ এবং নিউ ইয়র্ক প্রবাসী গ্রন্থকার-ভাষ্যকার-টক শো বিশ্লেষক মাহমুদ রেযা চৌধুরী।
এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত--- ভয়েস অফ এ্যামেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না।