অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও বহির্বিশ্বে তার প্রভাব


নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় পাকিস্তানের শক্ত সমালোচনা করে দেশটির বিরুদ্ধে জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। হুমকী দিয়েছেন সাহায্য বন্ধ করে দেবার। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, বৈদেশিক সাহায্য হিসেবে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ নিলেও, পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে।

ট্রাম্পের টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পাকিস্তান বলেছে আফগানিস্তানে পরাজিত হয়ে তিনি পাকিস্তানে তার শোধ ওঠাতে চাচ্ছেন।

ওদিকে আবার সপ্তাহখানেক আগে ইরানে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। ইরান সরকারের দুনীতি অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ নেমেছেন সাধারণ ইরানীরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও বহির্বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্ক ও সাধারণ মানুষের ওপর তার প্রভাব নিয়ে আলোচনায় আলপানের আজ অংশ নিচ্ছেন আমিরেকান ইউনিভার্সটি সিস্টেমের আন্তর্জাতিক সম্পর্ক ও সিকিউরিটি ষ্টাডিজ এর শিক্ষক ড. সাইদ ইফতেখার আহমেদ এবং বাংলাদেশের সুপরিচিত বেসরকারী সংগঠন চেঞ্জ মেকার্স এর প্রধান নির্বাহী এ্যাভোকেট তানবীর সিদ্দিকী।

please wait

No media source currently available

0:00 0:36:06 0:00


XS
SM
MD
LG