অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় আলোচনা স্থগিত করেছে


তালেবান সূত্রে বলা হয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বন্দী বিনিময় আলোচনা স্থগিত করেছে।

আফগানিস্তানের তালেবানদের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রবিবার এক বিবৃতিতে বলেছেন দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনা স্থগিত করা হয়েছে।

কিউবার গুয়ানটানামো উপসাগরে যে ৫ জন তালেবান বন্দীকে আটক রাখা হয়েছে তাদের বিনিময় যুক্তরাষ্ট্র একজন আমেরিকান সৈনিক বো বার্গডালকে মুক্ত করার লক্ষ্যে এই আলোচনায় যোগ দিয়েছে বলে খবরে প্রকাশ।

২০০৯ সালে বার্গডাল নিখোঁজ হন। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলেতাকে আটক রাখা হয়েছে বলে মনে করা হয়।

তালেবানদের বিবৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র কোন মন্তব্য করেনি।
XS
SM
MD
LG