আফগান রাজধানী কাবুলে তালিবান আত্মঘাতী বোমা আক্রমণকারীরা সেনাদের লক্ষ্য করে হামলা চালালে অন্তত ৭জন নিহত হয় এবং ১৫ জনের বেশি আহত হয়।
কাবুল পুলিশ বলেছে বুধবার খুব ভোরে প্রথম আক্রমণ হয়। আফগান জাতীয় সেনা বাহিনীর কর্মীদের নিয়ে যে বাসটি যাচ্ছিলো সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কিছুক্ষন পরেই দ্বিতীয় বোমা আক্রমণকারী সেনা বাহিনীর দ্বিতীয় বাসটির কাছে বোমা বিস্ফোরণ ঘটায়।
তালিবান দুটি আক্রমণের দায়ই স্বীকার করেছে।
ফরাসী সংবাদ সংস্থাকে দেওয়া মন্তব্যে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান সরকার যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ বিলম্বিত নিরাপত্তা চুক্তি সাক্ষর করেছে, সেই কারণে আফগান সরকারের প্রতি এটি ছিল সুস্পষ্ট বার্তা। তিনি বলেন চরমপন্থীগ্রুপটি তাদের আক্রমণ বৃদ্ধি করবে।