ইস্রায়েল ও ইরানের ছায়া যুদ্ধ কোন দিকে গড়াবে ঃ ডঃ সাইদ ইফতেখারের সাক্ষাতকার
ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণার আগেই ইরান এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে ছিল। ইস্রায়েল সরাসরি ইরানের ভেতরে হামলা না চালালেও সিরিয়ায় অবস্থিত ইরানী ঘাঁটিগুলোতে ইসরাইল গত ৬ বছরে অনেক বার বিমান হামলা চালিয়েছে। এই অবস্থায়ইসরাইল ও ইরানের মধ্যকার ছায়া যুদ্ধ কি সরাসরি সংঘাতে পরিণত হতে পারে বা এর সম্ভাবনা কতটা?
মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক ও ইয়েমেনে যখনসংঘাত চলছে তার মাঝেই যুক্তরাষ্ট্রেরইরানেরসঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ফলেঐ অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলেই অনেকে ধারণা করছেন কারণ স্পষ্টতই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়া ও ইরানের প্রতিবাসী ইস্রায়েলের ভূমিকা নিয়ে নানা ধরনের আশংকা দানা বাধছে। সে বিষয় এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডঃ সাইদ ইফতেখার আহম্মেদ। American Public University System 'এর School of Security & Global Studies 'এর Adjunct Faculty.