প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাকী এবং কূর্দী বাহিনীকে ইসলামিক ষ্টেটের যোদ্ধাদের কাছ থেকে উত্তরাঞ্চলের বাঁধের নিয়ন্ত্রণ পূণরায় দখল করতে সাহায্য করেছে। কৌশলগত দিক থেকে বাঁধটি অত্যান্ত গুরুত্ব পূর্ণ।
প্রেসিডেন্ট বলেন, জঙ্গীরা মোজুলের বাঁধটি যদি ভেংগে ফেলত তাহ’লে ইরাকের উত্তরাঞ্চলে ভয়ংকর বন্যা দেখা দিত এবং হাজার হাজার মানুষের মৃত্যু হ’তো।
মিঃ ওবামা বলেন, ইরাকে যে গুরুত্বপূর্ণ উন্নতি হচ্ছে তা যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করছে। যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের হঠাতে সাহায্য করছে, অস্ত্র প্রদান করছে এবং কূর্দী ও ইরাকী সেনাদের ত্রাণ সাহায্য দিচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নব প্রতিষ্ঠিত ইরাকের ঐক্য সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ইরাকে মানবিক সাহায্য পৌঁছানোর লক্ষ্যে একটি আন্তর্জাতিক কোয়ালিশনও তৈরী করবে।
পেন্টাগণ জানিয়েছে যে তারা সোমবার বাঁধের কাছে ইসলামিক ষ্টেট জঙ্গীদের বিরুদ্ধে আরও ১৫বার বিমান আক্রমণ পরিচালনা করেছে।
উত্তর ইরাকের জন্য মোসুল বাধঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন সেখান থেকে বিদ্যুত সরবরাহ এবং ঐ অঞ্চলে্র চাষাবাদের জন্য পানিসেচ করা হয়।