অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরের সর্বোচ্চ আদালতের রায়, সংসদের উচ্চ-পরিষদ নির্বাচিত হয়ে ছিল অবৈধ ভাবে




মিসরের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে সংসদের ইসলামপন্হীদের নিয়ন্ত্রীত উচ্চ-পরিষদ নির্বাচিত হয়েছিল অবৈধ ভাবে। তবে আদালত এটাও বলছে যে নতুন ভাবে সংসদীয় নির্বাচন না হওয়া পর্যন্ত তা বিলুপ্ত ঘোষনা করা হবে না।

শীর্ষ সাংবিধানিক আদালত বলেছে, মিসরের নতুন সংবিধান যারা রচনা করেছেন সেই প্যানেলের সদস্যদের বাছাই প্রক্রিয়া যথার্থভাবে করা হয় নি।

রবিবার আদালত এই রায় দেয়। নতুন করে নির্বাচনের তারিখ ধার্য্য হয় নি তবে মিসরের প্রসিডেন্ট মোহাম্মদ মোর্সী আগে বলে ছিলেন যে অক্টোবর মাস নির্বাচন শুরু হতে পারে।
XS
SM
MD
LG