অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার প্রধান প্রধান খবরঃ “সাদ্দাম হুসেনের মতো পরিণতি হবে ট্রাম্পের” ঃ রুহানি


ইরানের প্রেসিডন্ট হাসান রুহানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে "পাগল" বলে মন্তব্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকের শক্তিশালী প্রয়াত নেতা সাদ্দাম হুসেনের মতো পরিণতির মুখোমুখি হবেন। সাদ্দাম এবং ট্রাম্প উভয়ই "আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।"

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনভাইরাস ত্রাণ বিলে আরও কিছু যোগ করার দাবীজানিয়ে আইনপ্রণেতাদের অবাক করলেন এবং এর ফলে সরকারী ব্যয় তহবিল এবং করোনভাইরাস ত্রাণ বিল বিপদের মুখে পড়লো। শনিবারের পর কেন্দ্রীয় সরকারের পক্ষে বেকারভাতা তহবিল কার্যকর রাখা সম্ভব হবে না। বিলটি কার্যকর করতে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন।

আমেরিকার প্রধান প্রধান খবর ভিওএ 60-তে স্বাগতঃ করোনভাইরাস ত্রাণ বিল বিপদের মুখে পড়ল
please wait

No media source currently available

0:00 0:02:09 0:00

পাকিস্তানের একটি প্রাদেশিক আদালত বৃহস্পতিবার আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানী ব্যক্তিকে মুক্তির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবী। আহমেদ ওমর সাঈদ শেখ এই বছরের শুরুর দিকে পার্ল হত্যার অভিযোগে নির্দোষ সাব্যস্ত হয়েছিল, তবে পার্লের পরিবার রায়ের বিরুদ্ধে পুনরায় আবেদন করলে তাকে আটক রাখা হয়।

আমেরিকার লুইসিয়ানা রাজ্যের উপসাগর তীরবর্তী দক্ষিনাঞ্চলের বাসিন্দারা এ বছরের হারিকেন মৌসুমে একরে পর এক ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছেন এবং তা থেকে কাটিয়ে উঠার জন্য লড়াই করে চলেছেন। ঝড়ের কারণে মিসিসিপি অববাহিকার বেশির ভাগ এলাকায় বন্যার কারণে মারত্মক ক্ষতি হয়েছে।

XS
SM
MD
LG