যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি সম্পর্কে “সতর্ক আশাবাদের” কারণ রয়েছে।
টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসাথে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।
পেসকভ বলেন যে, “ যদিও এখনও অনেক কিছু করার বাকি আছে পুতিন “[যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড] ট্রাম্পের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন”। তিনি বলেন বৃহস্পতিবার রাতে পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময়ে পুতিন “প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু তথ্য এবং বাড়তি সংকেত পাঠিয়েছেন”।
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন উভয় পক্ষই রাজি হয়েছেন যে পুতিন এবং ট্রাম্পের কথা বলা দরকার। তিনি আরও বলেন যে উইটকফ নতুন তথ্য ট্রাম্পকে জানানোর পর সর্বসম্মতিক্রমে এই সংলাপের সময় নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তাঁর রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যে পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য” এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে।
জেলেন্সকি বলেন, “ তিনি বস্তুত বর্তমানে প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন কারণ পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বলতে ভয় পান যে তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান, তিনি ইউক্রেনবাসীদের হত্যা করতে চান”। তিনি বলেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে এবং এতে নজরদারি ও নিশ্চিত করার ব্যবস্থা করতে প্রস্তুত আছে”।
জেলেন্সকি বলেন, “ আমরা এই প্রক্রিয়াকে জটিল করতে কোন শর্ত আরোপ করছি না; রাশিয়া করছে”।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট শুক্রবার বলেন ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময় নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে।
প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া আকাউন্ট প্রসঙ্গে এক মন্তব্যে লিভিট বলেন “ সঠিক কাজটি করতেই” ট্রাম্প রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছেন। তিনি মস্কোতে বৃহস্পতিবারের আলোচনাকে “ যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তির জন্য একটি গঠনমূলক দিন” ছিল বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে আলোচনার আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন এটি “ অত্যন্ত হতাশাব্যঞ্জক” হবে যদি লড়াই বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা রাশিয়া প্রত্যাখ্যান করে।
এ দিকে শুক্রবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে যে রাশিয়া যে তার অর্থ বরাদ্দের ব্যাপারে ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে তাতে রাশিয়ার সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অর্থায়ন কমে যাচ্ছে আর তাতে চিকিৎসা কর্মী আর সাজসরঞ্জামের ঘাটতি পড়ছে।
প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে মন্ত্রণালয় বলছে যে ২০২৪ সালে রাশিয়াতে ১৮টি মাতৃকেন্দ্র সহ কমপক্ষে ১৬০টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার ছোট শহর এবং গ্রামগুলি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ৫ লক্ষ। আর এই যুদ্ধটি নিশ্চিত ভাবেই রাশিয়ার সামরিক চিকিৎসা ব্যবস্থার সব ক্ষেত্রেই প্রতিকুল চাপ দিচ্ছে।