অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় মদের উপর চড়া শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প


প্যারিসের উপকণ্ঠে ভিলে ডি’আভরের এক মদের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে শ্যাম্পেনের বোতল। ফটোঃ ১৩ মার্চ, ২০২৫।
প্যারিসের উপকণ্ঠে ভিলে ডি’আভরের এক মদের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে শ্যাম্পেনের বোতল। ফটোঃ ১৩ মার্চ, ২০২৫।

যুক্তরাষ্ট্রের হুইস্কির উপর ইউরোপীয় ইউনিয়ন ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বৃহস্পতিবার এই সংগঠনভুক্ত ২৭টি দেশে উৎপাদিত মদ, শ্যাম্পেন ও মদ জাতীয় পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশাল মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন কর ও শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম আগ্রাসী কর্তৃপক্ষ। তিনি বলেন, অর্থনৈতিকভাবে “যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নেওয়ার একমাত্র লক্ষ্যে” এটি ১৯৯৩ সালে গঠিত হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নসহ ৩৫টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়মের উপর ট্রাম্প বুধবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

ইউরোপ দ্রুত এর পাল্টা জবাব দেয়। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক মিত্র দেশগুলিতে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের উপর শুল্ক চাপিয়েছে ইউরোপ। এদিকে কানাডা তাদের দেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ২০.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন পদক্ষেপ কেবলমাত্র ইস্পাত ও অ্যালুমিনিয়ম দ্রব্যে সীমাবদ্ধ থাকবে না, সেই সঙ্গে তা বস্ত্র, গৃহসজ্জার জিনিস ও কৃষিজ পণ্যের উপরও প্রযোজ্য হবে; এই তালিকায় মোটরসাইকেল, বরবন, বাদামজাত মাখন ও জিন্সও রয়েছে, যেমনটি ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হয়েছিল।

ইউরোপের বাড়তি ক্ষতি কমিয়ে যুক্তরাষ্ট্রের উপর রাজনৈতিক চাপ তৈরি করাই ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক নীতির লক্ষ্য। ইইউয়ের কর্মকর্তারা বলেছেন, তাদের চাপানো শুল্কের (এই ব্যয় আমিদানিকারক সংস্থাগুলি বহন করে থাকে এবং তারপর সেই খরচ উপভোক্তাদের উপর চাপানো হয়) নিশানায় রয়েছে ট্রাম্পের মতো রিপাবলিকানদের দ্বারা পরিচালিত অঙ্গরাজ্যগুলি থেকে রপ্তানি করা পণ্যগুলি; এই পণ্যের মধ্যে রয়েছে কানসাস ও নেব্রাস্কার গোমাংস ও মুরগি, অ্যালাবামা ও জর্জিয়ার কাঠের জিনিস এবং কেন্টাকি ও টেনেসির মদ।

ইস্পাত ও অ্যালুমিনিয়ম বিতর্কে মদ জাতীয় পণ্য প্রস্তুতকারকদের ক্ষতি বহন করতে হচ্ছে।

XS
SM
MD
LG