অ্যাকসেসিবিলিটি লিংক

 
হোয়াইট হাউসে আইরিশ ঐতিহ্যবাহী শ্যামরক উপহার প্রদান অনুষ্ঠান 

হোয়াইট হাউসে আইরিশ ঐতিহ্যবাহী শ্যামরক উপহার প্রদান অনুষ্ঠান 

ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং আইরিশ প্রধানমন্ত্রী মিহল মার্টিনকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী শ্যামরক উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ মার্চ, ২০২৫।

মার্টিনের স্ত্রী মেরি ও'শিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেন্ট প্যাট্রিকস ডে উদযাপনের জন্য হোয়াইট হাউসে অনুষ্ঠিত বার্ষিক বৈঠক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের জন্য একটি আনুষ্ঠানিকতা। আইরিশ প্রধানমন্ত্রী সাধারণত শ্যামরক-এর একটি বাটি প্রতীকী উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেন।

১৯৫২ সালে আইরিশ রাষ্ট্রদূত জন হার্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে শ্যামরকের একটি বাটি উপহার দেওয়ার পর প্রতি বছর এই রীতির প্রচলন শুরু হয়।

অনুষ্ঠানের সময় ট্রাম্প আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন উদযাপন করেন এবং আইরিশ বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানান, যেমন অ্যান্ড্রু জ্যাকসন এবং এফ স্কট ফিটজেরাল্ড।

মার্টিন তার ভাষণে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং আরও উন্নত ও পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনে ট্রাম্পের সক্রিয় প্রচেষ্টারও প্রশংসা করেন।


XS
SM
MD
LG