অ্যাকসেসিবিলিটি লিংক

 
আইরিশ প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

আইরিশ প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ছবিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে ওয়াশিংটনের নেভাল অবজারভেটরিতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ মার্চ, ২০২৫।

তাদের দু'জনের স্ত্রীও তাদের সাথে উপস্থিত ছিলেন।

তাদের এই সাক্ষাৎ যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের সুদীর্ঘ মিত্রতার তাৎপর্য বহন করে।

ভ্যান্স ও ঊষা মার্টিন এবং তার স্ত্রী মেরি ও'শেয়াকে স্বাগত জানান। তিনি মজা করে বলেন, এটি তার স্ত্রী ঊষা ভ্যান্সের জন্য সেই সবুজ প্যান্ট পরার একটি ভালো সুযোগ, যা তাদের আলমারিতে পড়ে ছিল।

মার্টিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের দীর্ঘ দিনের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রে সেন্ট প্যাট্রিকস ডে পালন শুরু হয়েছিল আইরিশ অভিবাসীদের দ্বারা। তারা তাদের প্রিয়জন এবং আইরিশ সংস্কৃতির স্মৃতি রক্ষার জন্য একটি দিনটি উদযাপন করেন।

মার্টিন এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন।


XS
SM
MD
LG