ছবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কানাডার কুইবেক সিটির জিন লেসাজ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সামরিক বিমান থেকে অবতরণ করতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ মার্চ, ২০২৫।
কানাডার ডেপুটি প্রোটোকল পরিচালক ও লিয়েজন লেনা টোবিন রুবিওকে সেখানে স্বাগত জানান।
রুবিও জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কানাডায় পৌঁছেছেন।
সাতটি প্রধান গণতান্ত্রিক দেশের জোট—ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার থেকে শুক্রবার (১৪ মার্চ) পর্যন্ত কানাডার কুইবেকের নদী তীরবর্তী রিসোর্ট লা মালবে-তে বৈঠক করবেন। এটি জানুয়ারিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রথম জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।
এর আগে সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা সম্পর্কে আলোচনার জন্য তিনি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এক উচ্চপর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।