অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্র সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করেছে 

যুক্তরাষ্ট্র সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করেছে 


২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাউথ লনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাউথ লনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার যুক্তরাষ্ট্র ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশের ওপর থাকা পূর্ববর্তী ছাড়ের অবসান ঘটলো।

এই পদক্ষেপ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ব্রিটেন, কানাডা, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিতে প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুল্ক ঘোষণা করে এক বক্তব্যে বলেন, “আমার বিচারে, এইসব উৎস থেকে ক্রমবর্ধমানভাবে ইস্পাত এবং ডেরিভেটিভ ইস্পাত আমদানি মুকাবিলার জন্য এই পরিবর্তনগুলো প্রয়োজনীয়, যা যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করার হুমকিস্বরূপ।”

বুধবার ইউরোপীয় ইউনিয়ন এপ্রিল থেকে শুরু হওয়া ২ হাজার ৮শো কোটি ডলারের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করে প্রতিক্রিয়া জানায়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে জানান, “আমরা আলোচনার জন্য সবসময় উন্মুক্ত।” তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভরা বিশ্বে আমাদের অর্থনীতির ওপর শুল্কের বোঝা চাপানো আমাদের অভিন্ন স্বার্থের অনুকূল নয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “সম্পূর্ণ অযৌক্তিক” বলে অভিহিত করেন। তবে পাল্টা শুল্ক আরোপের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প কানাডিয়ান ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ৫০ শতাংশে বৃদ্ধি করার হুমকি থেকে পিছু হটার পরে কানাডা আরও বেশি শুল্ক আরোপ থেকে রেহাই পায়।

ট্রাম্প গত সপ্তাহে কানাডার সাথে একটি অর্থনৈতিক যুদ্ধের সূত্রপাত করেন। কানাডা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মেক্সিকোর পরে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ট্রাম্প প্রথমে যুক্তরাষ্ট্র কানাডার রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে এবং এরপর এক মাস সময় অতিবাহিত হয়। ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অবৈধ মাদক, বিশেষ করে প্রাণঘাতী ওপিওয়েড ফেন্টানিলের প্রবাহ আরও কমাতে কানাডার ওপর চাপ দিচ্ছেন।

প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও প্রদেশের কর্মকর্তারা ১৫ লাখ আমেরিকান গ্রাহকের কাছে বিক্রি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ কর আরোপ করেন। এর ফলে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক বৃদ্ধির হুমকি দেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG