অ্যাকসেসিবিলিটি লিংক

 
পাকিস্তানে ট্রেনে হামলার পর সামরিক বাহিনী প্রায় ২০০ যাত্রীকে উদ্ধার করেছে

পাকিস্তানে ট্রেনে হামলার পর সামরিক বাহিনী প্রায় ২০০ যাত্রীকে উদ্ধার করেছে


ট্রেনে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলার পর উদ্ধার পাওয়া ব্যক্তিরা কোয়েটার রেলস্টেশনে তাদের জিনিসপত্র নিয়ে হাঁটছেন (১২ মার্চ, ২০২৫) 
ট্রেনে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলার পর উদ্ধার পাওয়া ব্যক্তিরা কোয়েটার রেলস্টেশনে তাদের জিনিসপত্র নিয়ে হাঁটছেন (১২ মার্চ, ২০২৫) 

নিরাপত্তা বাহিনীর সূত্ররা বলছেন, গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে একটি ট্রেনে হামলার পর বুধবার পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে ১৯০ যাত্রী উদ্ধার ও ৩০ জঙ্গি নিহত হয়।

প্রায় ৪৫০ যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি উত্তরে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার বোমা ও বন্দুক হামলার শিকার হয়।

অভিযান চলাকালে মঙ্গলবার বিকেল থেকে বেলুচিস্তানের সিব্বির কাছাকাছি অবস্থিত একটি টানেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল ট্রেনটি।

প্রাথমিক হামলায় আহত হয়ে পরবর্তীতে ট্রেন চালক নিহত হন। আহতদের মধ্যে ৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বালোচ লিবারেশন আর্মি, বা বিএলএ দ্রুত এই দুঃসাহসিক হামলার দায় নিয়েছে। গণমাধ্যমের কাছে দেওয়া বিবৃতিতে এই নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনটি দাবি করেছে, তাদের কাছে ২০০ জনেরও বেশি জিম্মি রয়েছে। সংগঠনটি বলছে, জিম্মিরা নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা।

জিম্মির সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে নিরাপত্তা সূত্ররা বুধবার জানান, সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলা চালাতে প্রস্তুত ব্যক্তিরা জিম্মিদের তিনটি ভিন্ন অবস্থানে আটকে রেখেছেন।

নিরাপত্তা সূত্ররা বলছেন, সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীরা সুইসাইড জ্যাকেট পরে আছেন। তারা আরও জানান, নিরীহ মানুষদের মানব ঢাল হিসেবেও ব্যবহার করা হচ্ছে।

জিম্মিদের হত্যার হুমকি দিয়ে বিএলএ রাজনৈতিক বন্দি, নিখোঁজ ব্যক্তি ও তাদের ভাষায়, বেলুচিস্তানের কারাগারগুলোতে আটক স্বাধীনতাকামী কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে। হামলার কয়েক ঘণ্টা পর দেওয়া বিবৃতিতে, সংগঠনটি কর্তৃপক্ষকে তাদের দাবি মানার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে।

কর্মকর্তারা এখনো জনসম্মুখে বিএলএর দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জঙ্গিরা বলছে, তারা শুরুতেই বেশ কয়েক ডজন নারী, শিশু ও বেলুচিস্তানবাসী যাত্রীদের মুক্তি দিয়েছে। তবে নিরাপত্তা সূত্ররা বলছেন, এখন পর্যন্ত মুক্তি পাওয়া যাত্রীদের সবাইকেই উদ্ধার করেছে সামরিক বাহিনী।

ভয়েস অফ আমেরিকার উর্দু সার্ভিসের মুরতাজা জেহরি কোয়েটা থেকে এই প্রতিবেদন তৈরিতে কাজ করেছেন।

XS
SM
MD
LG