ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে বার্ষিক কমনওয়েলথ ডে সার্ভিস অফ সেলিব্রেশন উদযাপিত হচ্ছে।
ব্রিটেনের রাজা চার্লস ও রাণী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অফ ওয়েলস কেট, সে দেশের প্রধানমন্ত্রী কির স্টারমার ও উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারকে এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।
পরিষেবা দেওয়ার সময় বহু দেশকে একত্রিত করার ক্ষেত্রে কমনওয়েলথের উদ্যোগের প্রশংসা করেন রাজা চার্লস।
গত বছর, ৭৬ বছর বয়সী রাজা ও তার পুত্রবধূ কেট কমনওয়েলথ দিবস পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কারণ উভয়েরই ক্যান্সারের চিকিৎসা চলছিল, তবে সোমবারের অনুষ্ঠানে উভয়েই উপস্থিত ছিলেন।
৫৬টি দেশ (অধিকাংশই ব্রিটেনের সাবেক উপনিবেশ) নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন কমনওয়েলথকে বার্ষিক বার্তা দিতে গিয়ে চার্লস বহু দেশকে একত্রিত করা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে এই সংগঠনের সাফল্যের কথা বলেন। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি পরিবেশ নিয়ে সরব রয়েছেন।